বরিশালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নগরের সদররোডস্থ আর্যলক্ষ্মী ভবনের ৩য় তলায় অবস্থিত কীর্তনখোলা মিলনায়তনে এ সভার আয়োজন করে বাকশিস বরিশাল বিভাগীয় কমিটি। বাকশিস নেতা অধ্যাপক মোঃ মোশাররেফ হোসেন খানের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল তার বক্তব্যে “মুজিব বর্ষেই শিক্ষা জাতীয়করণ করতে হবে” বলে দাবি তোলেন।
সভায় ঢাকা থেকে মোবাইল ফোনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাকশিস কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি, বর্ষীয়ান শিক্ষক নেতা ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, তিনি বলেন, “শিক্ষা জাতীয়করণের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।” সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, নতুন যুগ্ম-আহ্বায়ক ও মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ হানিফ হোসেন তালুকদার, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনআরবিসি ব্যাংক, বরিশাল শাখার ব্যবস্থাপক জি,কে,এ,এম মাকসুদ হারুন, শিক্ষক সমিতি(ফেডারেশন) বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলার পক্ষে অধ্যাপক মোঃ হেমায়েত উদ্দিন, পিরোজপুর জেলার মোঃ শহীদুল ইসলাম, বরগুনা জেলার আ.ন.ম আবদুল হালিম, বরিশালের অধ্যাপিকা শিবানী চৌধুরীসহ উপজেলা ও মহানর নেতৃবৃন্দ। সভা থেকে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের এক দফা দাবীতে আগামী ৯ মার্চ বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে মানব বন্ধন করার ও বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হয়।