সর্বশেষ খবর
বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বরিশালে র‌্যাবের শিক্ষা উপকরণ বিতরণ

বরিশাল ব্যুরো
দক্ষিণ বাংলা সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
বরিশালে র‌্যাবের শিক্ষা উপকরণ বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে বরিশাল র‌্যাব-৮ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।
সোমবার বেলা ১২টায় নগরীর রূপতলীতে র‌্যাব-৮ এর সদর দফতরে কর্মসূচির উদ্বোধণ করেন ডিআইজি আতিকা ইসলাম। এসময় তিনি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ তুলে দেন। র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘র‌্যাব সেবা সপ্তাহ’ (১ জানুয়ারি-১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচির আওতায় দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এবং মেধা বিকাশের পথ সুগম করতে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে পাঁচজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়। প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও স্কুল ব্যাগ, কলম, পেনসিল, জ্যামিতি বক্সসহ নানা উপকরণ তাদের হাতে তুলে দেয়া হয়। এদিকে রোববার (১০ জানুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে বরিশাল র‌্যাব-৮ এর পক্ষ থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছিল।


আরো নিউজ