বসতভিটা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আবু ছালেহ (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার গোয়াজর পাড়া ৯ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত আবু ছালেহর সঙ্গে মো. নুরুল আমিন নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বসতভিটা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার নুরুল আমিনদের বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এতে আবু ছালেহ বাধা দিলে ঝগড়া হয়। এক পর্যায়ে নাছির এসে ওই বৃদ্ধের মাথায় কোপ দেন। এতে মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত আবু ছালেহর ছেলে মো. ফরহাদ বলেন, ‘আমরা কেউ বাড়িতে ছিলাম না। প্রতিপক্ষের লোকজন ছাদ ঢালাই করতে গিয়ে আমার বাড়ির সীমানায় দুই ফুট ভেতরে চলে আসে। এতে বাধা দিলে নুরুল আমিন ও তার দুই ভাই এসে আমার বাবার মাথায় কোপ দেয়। খবর পেয়ে আমি বাড়িতে এসে তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করছি।’
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আমি এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’