সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বাউফলে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্ভোধন

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
বাউফলে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্ভোধন

পটুয়াখালীর বাউফলে উপজেলা পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১১ টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আ.স.ম ফিরোজ। উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আনিচুর রহমান বালী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রশান্ত কুমার সাহা, বাউফল প্রেস ক্লাবের সভাপতি ও জনকন্ঠের নিজস্ব প্রতিনিধি মোঃ কামরুজ্জামান বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম বেগম নিশু, ডা. জাকির হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও স্থানীয় সুধিবৃন্দ। এ সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রশান্ত কুমার সাহা বলেন,এ টিকা কার্যক্রম চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত হাসপাতালেই ৩টি কেন্দ্রে চলবে টিকার কার্যক্রম। প্রথম অবস্থায় ৪হাজার ৫শ জনকে টিকা প্রদান করা হবে। আজ (রোবার)প্রথম দিনে মোট ৪৯ জনকে টিকা প্রদান করা হয়েছে।


আরো নিউজ