পটুয়াখালীর বাউফলে দৈনিক দেশ রুপান্তর প্রত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১০ টায় এক বর্নাঢ্য র্যালী বের করা হয়েছে। র্যালীতে দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ কামরুজ্জামান বাচ্চু , প্রথম আলোর এ বি এম মিজানুর রহমান, যুগান্তরের আরেফিন সহিদ, আমাদের সময়ের কৃষ্ণ কর্মকার, দৈনিক জনতার জহির হোসেন ভূইয়া, যায়যায়দিনের মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা অংশ গ্রহন করেন। পরে বাউফল প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময়ে বাউফল প্রেস ক্লাবের সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ হারুন অর রশিদ, মানবজমিনের তোফাজ্জেল হোসেন, বাংলাদেশ খবরের মোঃ ফারুক হোসেন, মানবকন্ঠের মোঃ জসিম উদ্দিন, ভোরের কাগজ ও মাই টিভি’র অহিদুজ্জামান ডিউক, আলোকিত বাংলাদেশ ও আনন্দ টিভি’র এম নাজিম উদ্দিন, অপরাধ অনুসন্ধানের কহিনুর বেগম, আমার সংবাদের এনামুল হক ও সময়ের আলোর পিয়াল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন দেশ রুপান্তর প্রত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ ছিদ্দিকুর রহমান।