সর্বশেষ খবর
বাংলাদেশ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বাউফলে নদীতে সাঁতার কাটতে নেমে এক যুবকের মৃত্যু

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
বাউফলে নদীতে সাঁতার কাটতে নেমে এক যুবকের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে নদীতে সাঁতার কাটতে নেমে উদয় হোসেন (২৮) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শৌলা গ্রামের পূর্ব প্রান্তে তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটেছে। জানাগেছে, তেঁতুলীয়া নদী তীরবর্তী শৌলা গ্রামের দলিল উদ্দিন ধলু চাকুরীর সুবাদে স্ব-পরিবারে ঢাকা বসবাস করছেন। প্রায় তিন মাস পূর্বে একমাত্র পুত্র গার্মেন্টস ব্যবসায়ী উদয় হোসেনকে ঢাকার জিঞ্জিরা এলাকায় বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। উদয় হোসেন রবিবার নববধূ শিফা বেগমকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল (০৯-০২-২০২১) মঙ্গলবার বেলা ১২টার দিকে স্থানীয় স্মরন হোসেন ও পতœী শিফা বেগমকে সাথে নিয়ে নূরজাহান গার্ডেনের পূর্বপ্রান্তে তেঁতুলিয়া নদীতে গোসল করতে নামেন। সাথে থাকা স্মরন হোসেন জানায়, শিফা ভাবী নদীতে নামেননি; পাড়েই দারানো ছিলেন। আমি ও উদয় সাঁতার কেটে কিছুদূর গিয়ে ফিরে আসার সময় উদয়কে দেখতে পাইনি। হয়তো পানির অতল গহŸরে তলিয়ে গিয়েছে। পরে স্থানীয় লোকজন ও নৌকার মাঝিদের সাহায্য নিয়ে খুঁজতে থাকি। ঘন্টাখানেক পরে সেলিম মাঝির গ্রাফির সাহায্যে তার নিথর দেহ খুঁেজ পাওয়া যায়। তার মরদেহ গ্রামের বাড়িতেই দাফনের প্রক্রিয়া চলছে।


আরো নিউজ