পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠি গ্রামের নজরুল তালুকদারের একটি পরিত্যাক্ত ঘর থেকে ৬টি মেছ বাঘের শাবক আটক করা হয়েছে। নজরুল তালুকদার জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে তিনি তার পরিত্যাক্ত ঘরেপরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে ৬টি মেছ বাঘের শাবক দেখতে পান। এরপর স্হানীয় কয়েকজন লোক ডেকে এনে শাবক ৬টি আটক করেন। বর্তমানে শাবক ৬টি তাদের হেফাজতে রয়েছে।