পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ জামে মসজিদে চুরি’র ঘটনা ঘটছে। বহস্পতিবার রাতে ওই চুরি’র ঘটনা ঘটে। মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ভুট্টু জানান, প্রতিদিনের মতো বহস্পতিবার রাত মসজিদর মুয়াজ্জিন থাকার কক্ষটির পিছনের ওই কক্ষটি তালাবদ্ধ কর ঘুমাত যান মুয়াজ্জিন আলামিন । পরের দিন ফজর নামাজের আযান দিতে গিয়ে মসজিদের ওই কক্ষের গ্রীল কাটা অবস্থায় দেখতে পান তিনি। পরে কক্ষে গিয়ে দেখেন মসজিদের গুরুত্বপূর্ন কগজপত্র নিয়ে যায় চোর চক্র । উপজেলা প্রশাসনের সামনে ধর্মীয় স্থানে এরকম চুরি’র ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে।