সর্বশেষ খবর
বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বাউফল প্রেসক্লাব নির্বাচন কামরুজ্জামান বাচ্চু সভাপতি ও সাধারণ সম্পাদক ডিউক

রিয়াজ মাহমুদ পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
বাউফল প্রেসক্লাব নির্বাচন কামরুজ্জামান বাচ্চু সভাপতি ও সাধারণ সম্পাদক ডিউক

পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের ২০২১-২২ইং সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ কামরুজ্জামান বাচ্চু সভাপতি ও দৈনিক ভোরের পাতা এবং মাইটিভি’র অহিদুজ্জামান ডিউক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাউফল প্রেসক্লাবে ওই ভোট গ্রহন করা হয়। অন্যান্যরা হলেন সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ(দি ডেইলী নিউ নেশন ও এশিয়ান টিভি), সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন(দৈনিক মানবকন্ঠ),দপ্তর সম্পাদক মোসাঃ কহিনুর বেগম(অপরাধ অনুসন্ধান), কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন(দৈনিক গনদাবী), প্রচার-প্রচারনা সম্পাদক মনিরুজ্জামান হিরন(আজকের সংবাদ), ক্রীড়া সম্পাদক মাঈন উদ্দিন জিপু(দৈনিক কীর্তন খোলা), তথ্য ও যোগাযোগ পদে সাইফুল ইসলাম(দৈনিক কালবেলা), নির্বাহি সদ্য হিসেবে মোঃ জলিলুর রহমান(ভয়েজ অব এশিয়া), মোঃ জহিরুল হক ভ’ইয়া(দৈনিক জনতা), আমিরুল ইসলাম(ইত্তেফাক) ও এবিএম মিজানুর রহমান(প্রথম আলো)। নির্বাচন শেষে সহকারি প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারি কমিশনার (ভূমি)নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৯ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।


আরো নিউজ