বরিশালের বানারীপাড়া পৌরসভা ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইউনুচ মিয়ার ছোট ছেলে প্রবাসী এম এ সামির বশির(৩১)কে মারধরের জেরে থানায় অভিযোগ।অভিযোগ সূত্রে জানা যায় ২৫ এপ্রিল সোমবার বিবাদী বানারীপাড়া পৌর শহরের ২ নং ওয়ার্ডের ডাকবাংলো মোড়ের বাসিন্দা মৃত মোঃ আশরাফ আলী মোঘলের ছেলে মোঃ বাবর আলীর পরিবারের সাথে বাদীর জমিজমা ও টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।ঘটনার দিন রাত ১০ টার দিকে বাদী প্রবাসী এম এ সামির (বশির) বানারীপাড়া বন্দরবাজার থেকে বাসায় আসার সময় কাপড়ের দোকানদার সত্য সাধকের দোকানের সামনে বসে বিবাদী মোঃ বাবর আলী মোঘলের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বিবাদী আমাকে লোহার পাইপ দিয়ে পিছন থেকে এলোপাতাড়ি বাড়ি ও কিল-ঘুসি দিয়ে নীলাফুলা আঘাত করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ খুন জখমের হুমকি দেয়। এ সময় তার সাথে থাকা আনুমানিক ৬০ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের দেড় ভরি ওজনের চেইন নিয়ে যায়। বশিরের চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে বিবাদী বাবর আলী মোঘলের হাত থেকে উদ্ধার করে। পরে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।উক্ত মারামারির ঘটনার জেরে এম এ সামির(বশির) বাদী হয়ে মো.বাবার আলী মোঘল সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।