সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বান্দরবান জনসচেতনতায় ১০হাজার মাক্স বিতরণ

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
লামায় মোবাইল কোর্টে মাস্ক না পরায় ব্যক্তি ও প্রতিষ্ঠান জরিমানা

প্রেসক্লাব এবং জেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে জনসচেতনতায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিনামূল্যে ১০ হাজার পিস মাস্ক বিতরণ করেন কর্মরত সাংবাদিক’রা।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় মন্ত্রী জনসচেতনতায়,পথচারী, সাংবাদিক ও পত্রিকার হকারদের মাঝে মাস্ক বিতরণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, আমিনুল ইসলাম বাচ্চু সাদেক হোসেন চৌধুরী, মিনারুল হক,ফরিদুল আলম সুমন প্রমূখ।


আরো নিউজ