জেলা সদরে ব্যাটারী চালিত অটোরিক্সায় অতিরিক্ত যাত্রী নেয়ার প্রতিবাদ করায় এক পুলিশ সদস্যকে মারধর করেছে টমটম চালক’রা।
এ ঘটনায় পুলিশ সদস্য করা অভিযোগে ১০ অটোরিক্সা আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,ট্রাফিকমোড় থেকে বালাঘাটা যাবার পথে ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) গাড়ীতে ৫ জন যাত্রীর পাশাপাশি অনেক মালামালও ছিলো গাড়ীতে। চালক আরও একজন অতিরিক্ত যাত্রী নিতে চাইলে প্রতিবাদ করে গাড়ীরযাত্রী পুলিশ সদস্য রনি শর্মা।
প্রতিবাদ করায় পুলিশ সদস্যের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে বাকবিতন্ডার এক পর্যায়ের অটোরিক্সা গাড়ীর চালক সোহেল লাইনম্যান’সহ পুলিশ সদস্যকে মারধর করেন।
এ ঘটনায় পুলিশ সদস্য সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে অটোরিক্সা চালক ১০ জনকে গ্রেফতার করেন।তবে ঘটনার মূলহোত চালক সোহেল পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অতিরিক্ত যাত্রী নেয়ায় আপত্তি করায় এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ১০ জন অটোরিক্সা চালকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও কারা জড়িত আছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।