বিনামূল্যে সর্বস্তরের জনগণকে করোনা ভ্যাক্সিন দেয়া এবং শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নত করার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর বরিশাল জেলা কমিটি।জেলা বাসদের সদস্য সন্তু মিত্রর পরিচালনায় আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল হক, বরিশাল রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার প্রকাশনা সম্পাদক কাজল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সদস্য লামিয়া সাইমুন প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিনামূল্যে সর্বস্তরের জনগণকে ভ্যাক্সিন দেয়া এবং শেবাচিম ও সদর হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য এবং শেবাচিম হাসপাতালে উচ্চশিক্ষা চালুর জন্য জোর দাবি জানান।