সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বেলায়েত বাবলুর পিতার মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
শওকত মিল্টনের পিতা ফিদা আলী'র মৃত্যুতে বিআরইউ'র শোক

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সম্মানিত সদস্য ও দৈনিক বরিশাল অঞ্চল এর বার্তা সম্পাদক বেলায়েত বাবলু’র পিতা খোকা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মহান মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের বারবার নির্যাতন-নিপিড়নের শিকার খোকা মিয়া মৃত্যুকালে তিনি ৪ পুত্র সন্তান এবং নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ মাগরীব নগরীর চকবাজার এবায়দুল্লাহ মসজিদের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নগরীর বগুরা রোড মুসলিম গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

বেলায়েত বাবলুর বাবা খোকা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ।

নেতৃবৃন্দ মরহুমেন বিদেহী আত্মার শান্তি কামনা ওর মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, তার বাবা নগরীর কালিবাড়ি এলাকায় থাকেন। দুপুরে সেখান থেকে কাটপট্টি এলাকায় যাবার পথে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বাসায় নিয়ে গেলে চিকিৎসক এতে মৃত ঘোষণা করেন।

এর আগে গত বছরের ১৮ মে বেলায়েত বাবলুর মা দুনিয়া থেকে বিদায় নেন। সেই মৃত্যুর শোক কাটিয়ে না উঠতেই বাবা খোকা মিয়া দুনিয়ার মায়া কাটিয়ে চির বিদায় নিয়েছেন।


আরো নিউজ