শিগগিরই পরীক্ষামূলকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-নামজারি ও মিসকেস মামলার শুনানি গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান।
রোববার (১৭ জানুয়ারি) সচিবালয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এ কথা জানান। ভূমি সচিবের সভাপতিত্বে এই সভা হয়। ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিগগিরই পরীক্ষামূলকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-নামজারি ও মিসকেস মামলার শুনানি গ্রহণ শুরু হবে। এতে জনগণ আরও সহজে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন, ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা গ্রহণের হার আরও কমবে।’
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইতোপূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি গ্রহণের বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন।
মন্ত্রণালয়ের মূল কাজ নীতি-নির্ধারণীমূলক জানিয়ে ভূমি সচিব বলেন, ‘মাঠ পর্যায়ে সমাধানযোগ্য সিদ্ধান্ত মাঠেই সমাধান হয়ে গেলে কাজের গতি আরও বৃদ্ধি পাবে।’
সমন্বয় সভায় অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ড রুম, আন্তঃজেলা ভূমি বিরোধ, ভূমি অফিস নির্মাণ জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামালসহ বাংলাদেশের সকল বিভাগীয় কমিশনার ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।