টিকা সম্পর্কে মনগড়া ও ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) । বৃহষ্পতিবার (১১ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা গ্রহন শেষে এ আহবান জানান তিনি। এ সময় তিনি বলেন, সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে সাধারণ মানুষের করোনা মোকাবেলায় যেমন পাশে থেকেছে, তেমনি করোনা টিকা গ্রহণ করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও জনগণকে উদ্বুদ্ধ করতে আমরা অগ্রভাগে ভ্যাকসিন গ্রহণ করছি, যা সম্পূর্ণ নিরাপদ। এসময় টিকা গ্রহণ করেন সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু বিএমপি কমিশনার ) প্রকৌশলী শাহেদ চৌধুরী সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তানৃন্দ। এ-সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।