বরিশালে মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী এবং উপজেলা ভাইস চেয়ারম্যানের ক্যাডারের হামলায় আফসার সিকদার (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পেশায় মোটর সাইকেল মেকানিক ও পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি ছিলেন। কাউন্সিলর প্রার্থী মো. নুরুল হক জমাদার বলেন, তার সমর্থক ছিলেন আফসার সিকদার। তার প্রতিপক্ষ ৮ নং ওয়ার্ডের প্রার্থী নিপ্পন তালুকদার ও তার সহযোগী ৭ থেকে ৮ জন সন্ত্রাসী রোববার দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার আরসি কলেজের সামনে মারধর করে ফেলে রেখে যায় আফসার সিকদারকে। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা চিকিসিৎসা মহাবিদ্যালয় হাসাপাতালে রেফার করে। সেখানে মোমবার সকাল ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার উপযুক্ত বিচার চান নির্বাচনী সহিংসতায় মারা যাওয়া আফসার সিকদারে ছেলে মো. রিমন সিকদার।