সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

মেয়র কাউন্সিলরদের ভালো কাজের মাধ্যমে জনগনের হৃদয়ে জায়গা করে নিতে হবে

মনির হোসেন,মোংলা
দক্ষিণ বাংলা সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে যারা মেয়র কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাদের ভালো কাজের মাধ্যমে জনগনের হৃদয়ে জায়গা করে নিতে হবে। আগামী পাঁচ বছর চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। পৌর এলাকায় এখনো অনেক রাস্তাঘাট আছে যেখানে মানুষের যাতায়াত করতে সমস্যা হয় সেই রাস্তাগুলো চিহ্নিত করে দ্রুত উন্নয়ন কাজ শুরু করতে হবে। নিজ নিজ স্বার্থ বিসর্জন দিয়ে জনগনের সেবা করতে হবে।

সোমবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌরসভার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার প্রমূখ।

পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে করে তালুকদার আব্দুল খালেক বলেন, কারো বিরুদ্ধে বিচার সালিশ করার নামে হয়রানী, ভূমিদস্যুতার অভিযোগ পেলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। তিনি আরো বলেন, দীর্ঘ ৪৫ বছর মোংলা পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীরা বিজয় লাভ করেছেন। মেয়র ও ১২ জন কাউন্সিলর সবাই আওয়ামীলীগের। সুতরাং মোংলা পৌরসভাকে আওয়ামীলীগের ঘাঁটি বানাতে হবে। সাধারন মানুষ আপনাদের ভালবেসে ভোট দিয়েছে সুতরাং মানুষের সেই ভোটের মর্যাদা রাখতে হবে। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে আমি তাকে জনগনের সামনেই অসম্মান করবো তাতে কোন সন্দেহ নেই। সভায় আরো উপস্থিত ছিলেন পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর এস এম কবির, এইচ এম শরিফুল ইসলাম, মো. বাহাদুর মিয়া, খান শফিকুর রহমান, শরিফুল ইসলাম শরিফ, জি এম আলামিন, হুমায়ুন হামিদ নাসির, সরোয়ার হোসেন,মজনু গাজী, জাহানারা হোসেন চানু, জোহরা বেগম, শিউল আক্তার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান মো. কবির উদ্দিন, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম তারেক, বুড়িরডাঙা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা উৎপল মন্ডল, শাহ সেকেন্দার আলী, মোশারেফ হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার প্রমূখ।


আরো নিউজ