বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারী পৌর সভায় পুণরায় পৌর মেয়র নির্বাচিত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এক বার্তায় তিনি পুণরায় নব নবনির্বাচিত মেয়রদের অভিনন্দন জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানের আহবান জানান।