সর্বশেষ খবর
বাংলাদেশ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মোংলার জনগন যেন ভালো থাকে এটাই আমাদের চাওয়া-পাওয়া: উপমন্ত্রী হাবিবুন নাহার

মনির হোসেন,মোংলা
দক্ষিণ বাংলা বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
মনির হোসেন,মোংলাঃ

পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম বেগম হাবিবুন নাহার বলেছেন, মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন পরবর্তী ভাবমূর্তি ধরে রাখতে হলে সৎ এবং সঠিক পথে চলতে হবে। কর্মক্ষেত্র নিজেদের যোগ্যতার প্রমান দিয়ে সফল হলে সকলে মনে রাখে। নির্বাচনে বিজয়ের সফলতা ধরে রাখা কঠিন। জনগন যেন ভালো থাকে এটাই আমাদের চাওয়া-পাওয়া।

বুধবার (২০ জানুয়ারি) সকালে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগর আয়োজনে দলীয় কার্যালয়ব মোংলা পোর্ট পৌরসভার নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগর সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও সাবেক পৌর মেয়র শেখ আব্দুস সালাম। সংবর্ধনা অনুষ্ঠান প্রধান বক্তা ছিলেন সংবর্ধিত অতিথি নব নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন নব নির্বাচিত কাউন্সিলর এস এম কবির হোসেন, নারী কাউন্সিলর শিউলি আক্তার প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা তালুকদার আকতার ফারুক, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, আওয়ামীলীগ নেতা তরফদার মোতালিব মুক্ত, আবু হানিফ, নব নির্বাচিত কাউন্সিলর মোঃ শফিকুর রহমান খাঁন, এস এম শরিফুল ইসলাম, হুমায়ুন হামিদ নাসির, শরিফুল ইসলাম শরিফ,বাহাদুর মিয়া, সরোয়ার হোসেন, মজনু গাজী, জি এম আলামীন, মহিলা কাউন্সিলর জাহানার হোসেন চানু ও জোহরা বেগম প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি আরো বলেন, নিজেদের উদ্যোগে এবং সচেতনতার মাধ্যমে পরিবেশের সুরক্ষা করতে হবে। গাছ-পালা লাগিয়ে পরিবেশ-প্রকৃতি রক্ষায় সচেতন হতে হবে। বৃক্ষ রোপণ করলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং সেই এলাকা শীতল থাকে। সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, মোংলাকে একটি পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই।


আরো নিউজ