মোংলা পৌর এলাকার দুই হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌরসভার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর এস এম কবির, এইচ এম শরিফুল ইসলাম, মো. বাহাদুর মিয়া, খান শফিকুর রহমান, শরিফুল ইসলাম শরিফ, জি এম আলামিন, মো. সরোয়ার হোসেন, মজনু গাজি, জাহানারা হোসেন চানু, শিউলি আক্তার, জোহরা বেগম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম তারেক, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন, মিঠাখালি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার,বুড়িরডাঙা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন, উৎপল মন্ডল,মোশারেফ হাওলাদার,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার, যুবলীগ নেতা এরশাদ হোসেন রনি, লিটন নীরব, মাহাতাব শেখ, দুলাল ফকির,ছাত্রলীগ নেতা পারভেজ খান, মাসুম বিল্লাল ও রুবেল হোসেন প্রমূখ।
কম্বল বিতরণ শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় কেসিসি মেয়র তালুকদার খালেক বলেন, মোংলা শহর ও ইউনিয়নের পর্যায়ে যে যেসব উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে তা দ্রুত শেষ করতে হবে। পৌর এলাকায় এখনো যেসব সড়কে খানা খন্দক রয়েছে সেগুলোকে অতি দ্রুত চিহ্নিত করে কাজ শুরু করতে হবে। এসময় দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কেসিসি মেয়রকে অবহিত করেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।