সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রাস্তায় পড়ে মারা গেলেন বাজার পাহারাদার

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
রাস্তায় পড়ে মারা গেলেন বাজার পাহারাদার

মৌলভীবাজারের রাজনগরে চলার পথে রাস্তায় পড়ে আকবর আলী (৬০) নামের এক বাজার পাহারাদারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে রাজনগর উপজেলা সদরের বাজারে। আকবরে বাড়ি রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের শত্রুমর্ধন গ্রামে। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, আকবর আলী বাজার শেষে বাড়ি যাচ্ছিলেন। এসময় তিনি আকস্মিকভাবে রাস্তার পাশে রাজনগর ডলি ফার্মেসির সামনে ঢলে পড়েন।

সঙ্গে সঙ্গে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃতের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত সহকারী মেডিকেল অফিসার রানা জানান, ধারণা করা হচ্ছে আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আকবরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনগর ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে।


আরো নিউজ