সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় রিহান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রামের সাইদ্দার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিহান চরমন্ডল গ্রামের দিনমজুর হোসেন আহমেদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রিহান বাড়ি থেকে বের হচ্ছিল। হঠাৎ দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর জখম হয়। এ সময় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ঘাতক মোটরসাইকেল ও চালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে।

চররুহিতা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) আলম পাটওয়ারী জানান, হঠাৎ করে মোটরসাইকেলটি এসে শিশু রিহানকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। শুনেছি মোটরসাইকেলসহ চালক সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, হাসপাতাল আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, বিকেল থেকে অফিসের বাইরে আছি। ঘটনাটি আমার জানা নেই।


আরো নিউজ