সিলেটের ওসমানীনগরে পা ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হচ্ছে- নাসিফ আহমদ (৮) ও হাফছা বেগম (৪)। তারা উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির হাজীপুর গ্রামের লতিফ মিয়া লজুর সন্তান।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে দুই শিশু খেলাধুলা শেষে পরিবারের সবার অলক্ষ্যে হাত-পা ধুতে বাড়ির পেছনে পুকুর ঘাটে যায়। এ সময় তারা পুকুরে পড়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়।
এদিকে সন্ধ্যায় তারা ঘরে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করলে পুকুর ঘাটে শিশুদের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। সাথে সাথে তাদের তাজপুরের প্যারাডাইস ক্লিনিকে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ গেদাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতদের জানাজা ওই রাতেই সম্পন্ন হয়। ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে তাদের পরিবার থেকে কেউ কিছু জানায়নি। তাই বিস্তারিত কিছু বলতে পারব না।