শনিবার সকাল ১০টায় উজিরপুরস্থ সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড বরিশাল জেলার ডিপো অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড বরিশাল জেলা হেড অফ সেলস স্বপন মাহমুদ,উজিরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক,সাংবাদিক নাজমুল হক মুন্না ডিপো অপারেটর মিলন হোসেন, ডাঃ জামাল হোসেন, ডাঃ মাজেদ হাওলাদার, ডাঃ আনোয়ার হোসেন সহ সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড বরিশাল জেলাধীন উজিরপুর, বাবুগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ ও আগৈলঝারা উপজেলার ডিস্টিবিউটার গন।
উল্লেখ্য যে, সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের উদ্যোগে গত এক বছরে প্রায় ১০ হাজার বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সভায় বক্তারা সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের পার্টনার ডিস্টিবিউটার কর্মসূচীর মাধ্যমে মাত্র ২ হাজার ৫০০ টাকায় কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করেন, এসময় তারা ঘরে ঘরে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশকে বেকারত্বের মহামারী থেকে রক্ষার প্রত্যয় ব্যাক্ত করেন এবং সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের প্রতিষ্ঠাতা সিইও ডক্টর সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের বাংলাদেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার মহান স্বপ্ন বাস্তবায়নের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।