অপরিচিত নম্বর শনাক্ত করার উপায়

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা সোমবার, ৩ মে, ২০২১
অপরিচিত নম্বর শনাক্ত করার উপায়

অপরিচিত নম্বর থেকে কল এলে অনেকে বিব্রত হন। রিসিভ করবো না কি করবো না- সংশয়ে থাকেন। আবার অনেকে প্রয়োজনীয় কেউ ফোন করেছে বলেও মনে করেন। ইদানিং স্প্যাম, রোবোকল বা অটোমেটেড প্রমোশনাল কলের সংখ্যা বাড়ছে। অপরিচিত নম্বর থেকে কল এলে আপনি কী করবেন? অপরিচিত নম্বর থেকে কল এলে কে বা কারা ফোনের ওপাশে রয়েছেন সেটি নির্ণয় করার চারটি উপায় রয়েছে।
অপরিচিত নম্বর শনাক্ত করার উপায়

ফ্যামিলি-ট্রি-নাউ ডট কম

অজ্ঞাত কারও সম্ভাব্য পরিচয় জানার জন্য অনেকেই ফ্যামিলি-ট্রি-নাউ ডট কম-এ ভিজিট করেন। কারও ফোন নম্বর লিখে সার্চ করলেই তিনি কোথায় অবস্থান করছেন, তার বয়স ও অন্যান্য ব্যক্তিগত বিবরণ পাওয়া যাবে। আর আপনাকে যিনি ফোন করে বা মিসড কল দিয়ে প্রতিনিয়ত বিরক্ত করছেন তাকেও খুঁজে বের করা যাবে।

জেডলুক আপ ডট কম

একসঙ্গে কয়েক শত মানুষের তথ্য জেডলুক আপ ডট কম-এ সংরক্ষিত রয়েছে। কোনো অজ্ঞাত ব্যক্তির ই-মেইল বা ফোন নম্বর সার্চ করে সব তথ্য পাওয়া যায়।
অপরিচিত নম্বর শনাক্ত করার উপায়


গুগল

হাতের নাগালের মধ্যে সব তথ্যের সূতিকাগার হলো গুগল। গুগলে নম্বরটি সার্চ করেও অনেক তথ্য জানা যায়। নম্বরটি কোনো পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হলে ওয়েবসাইট বা অন্য কোথাও সেটি দেখা যায়।

সোশ্যাল মিডিয়া

ফেসবুক, টুইটারসহ হাজারখানেক সোশ্যাল মিডিয়া রয়েছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রায় সবাই-ই সংযুক্ত। কোনো অপরিচিত নম্বর সোশ্যাল মিডিয়ায় সার্চ করে অনেক তথ্য জানা যায়। নম্বরটি যদি কোনো আইডিতে যুক্ত থাকে তাহলে মুহূর্তেই তাকে পেয়ে যাবেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD