আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

করোনায় আক্রান্ত হয়ে বরিশালের আগৈলঝাড়ায় মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের সদস্যরা।
উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানান, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারহাজার বরিয়ালী গ্রামের মৃত সোবাহান সেরনিয়াবাতের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেরনিয়াবাত (৭৯) করোনায় আক্রান্ত হয়ে সোমবার খুলনা সমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেরনিয়াবাতের লাশ খুলনা থেকে নিজ বাড়িতে আনা হলে উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার নেতেৃত্বে পুলিশের একটি চৌকস দল বারহাজার বরিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্বেচ্ছাসেবী সংগঠন বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধার জানাজা ও লাশ দাফন সম্পন্ন করেছে।

উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ১২জনের জানাজা ও লাশ দাফন সম্পন্ন করলো স্বেচ্ছাসেবী সংগঠন আল মদিনা যুব ফাউন্ডেশনের সদস্যরা।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD