আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত হয়ে সাবেক সমবায় কর্মকর্তার মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত হয়ে সাবেক সমবায় কর্মকর্তার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে বরিশালের আগৈলঝাড়ায় মৃত্যুবরণকারী সাবেক সমবায় কর্মকর্তার লাশ দাফন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত আব্দুল হাই সেরনিয়াবাতের ছেলে সাবেক সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ সেরনিয়াবাত (৭৫) করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শনিবার রাতে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রোববার সাবেক সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ সেরনিয়াবাতের লাশ বরিশাল থেকে নিজ বাড়ি সেরালে আনা হলে স্বেচ্ছাসেবী সংগঠন বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর জানাজা ও লাশ দাফন সম্পন্ন করেছে।

উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ১৩ জনের জানাজা ও লাশ দাফন সম্পন্ন করলো স্বেচ্ছাসেবী সংগঠন আল মদিনা যুব ফাউন্ডেশনের সদস্যরা।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD