আগৈলঝাড়ায় পুলিশসহ ৫জনের করোনা সনাক্ত

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা শনিবার, ৩ এপ্রিল, ২০২১
ফের আক্রান্তের রেকর্ড, ৭ মাস পর সর্বোচ্চ মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় করোনার দ্বিতীয় ঢেউর শুরুতেই উপজেলায় নতুন করে ৫জনের করোনায় আক্রান্তর খবর নিশ্চিত করেছেন হাসপাতাল প্রধান ডাঃ বখতিয়ার আল মামুন।
শনিবার রাত দশটায় তথ্যর সত্যতা নিশ্চিত করে বলেন, ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছিল।

এর মধ্যে ৫ জনের করোনা পজেটিভ ফলাফল এসেছে। করোনা আক্রান্তরা হলেন পুলিশ সদস্য সাইফুল ইসলাম(৩০) এলজিইডি ষ্ঠাফ মীনা রানী (৪০] বড়মগড়া গ্রামের নীতি ঘটক(৩৯), মিনতী মিস্ত্রী(২৮), শিহিপাশা গ্রামের আকাশ(২১)।

ডাঃ বখতিয়ার আল মামুন আরও বলেন, আক্রান্তদের নিজ বাড়িত চিকিৎসা প্রদান করা হবে। প্রয়োজনে হাসপাতালে নিয়েও চিকিৎসা প্রদান করা হবে। আক্রান্ত বাড়িগুলো লকডাউনের ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারকে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD