আগৈলঝাড়ায় বাল্য বিয়ে থেকে বাঁচতে থানায় গিয়ে আশ্রয় স্কুল ছাত্রীর

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা সোমবার, ১৭ মে, ২০২১
ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বাল্যবিয়েতে রফাদফা

বরিশালের আগৈলঝাড়ার জোর পূর্বক এক স্কুল ছাত্রীকে তার পিতা-মাতা তার ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিয়ে দিতে চাইলে ওই স্কুল ছাত্রী বাল্য বিয়ে থেকে বাঁচতে থানায় গিয়ে আশ্রয় নেয়। পরে পুলিশ ওই ছাত্রীর পিতা ও মাতাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের শাহজাহান ফকিরের মেয়ে ও বিএইচপি একাডেমীর ৮ম শ্রেনীর ছাত্রী তিন্নি আক্তারকে (১৪) পাশ্ববর্তী বসুন্ডা গ্রামের রুহুল তালুকদারের ছেলে হাসিব তালুকদারের সাথে অবৈধ ভাবে রোটারীর মাধ্যমে গোপনে বিয়ে দেয় স্কুলছাত্রীর পিতা-মাতা। রোটারীর মাধ্যমে বিয়ের কথা ওই স্কুল ছাত্রীকে জানায়নি তার পিতা-মাতা। রোববার রাতে ওই ছাত্রীর স্বামী দাবী করে তাদের বাড়িতে আসেন হাসিব তালুকদার। এই বিয়ের কথা ওই স্কুল ছাত্রী তিন্নি আক্তার জানতে পেরে রোববার রাতেই দৌড়ে গিয়ে থানায় আশ্রয় নেয়। পরে থানার এসআই মনিরুজ্জামান ওই রাতে গিয়ে ফুল্লশ্রী গ্রাম থেকে স্কুল ছাত্রীর পিতা শাহজাহান ফকির ও মাতা পারুল বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার জানান, সোমবার দুপুরে ওই ছাত্রীর পিতা শাহজাহান ফকির ও মাতা পারুল বেগমের কাছ থেকে পুনঃবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেখা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD