আগৈলঝাড়ায় বিষপানে আত্মহত্যাকারী যুবক হাসপাতালের ২য় তলা থেকে লাফিয়ে পরে পলায়ন

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা রবিবার, ২ মে, ২০২১
আগৈলঝাড়ায় বিষপানে আত্মহত্যাকারী যুবক হাসপাতালের ২য় তলা থেকে লাফিয়ে পরে পলায়ন

বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সে স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলা থেকে লাফিয়ে পরে পালিয়ে গেছে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মানিক মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২২) পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে।

পরে পরিবারের লোকজন সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ২য় তলায় চিকিৎসা দেয়া শুরু করে সেবিকারা। এমন সময় হঠাৎ সবাইকে ধাক্কা মেরে সাইফুল কোন চিকিৎসা না নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলা থেকে লাফিয়ে পরে পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন জানান, যেহেতু রোগী বিষাক্ত ঔষধ খেয়েছে তাকে যে কোন মূল্যে চিকিৎসা করাতে হবে। না হলে সারা শরীরে এই বিষ রক্তের সাথে মিশে গিয়ে দুঘর্টনা ঘটতে পারে। এরিপোর্ট লেখা পর্যন্ত রোগী সাইফুলকে খুজে পাওয়া যাচ্ছে না।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD