আগৈলঝাড়ায় ভারী বর্ষনের ফলে মাছ, শাকসবজি ও পান বরজের ক্ষতি

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
আগৈলঝাড়ায় ভারী বর্ষনের ফলে মাছ, শাকসবজি ও পান বরজের ক্ষতি

সাগরে নিন্মচাপের কারনে বরিশালের আগৈলঝাড়ায় ভারী বর্ষনের ফলে মাছ, শাকসবজি ও পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। সাগরে নিন্মচাপ সৃষ্টি হওয়ার কারনে শনিবার রাত থেকে গতকাল রোববার সারাদিন ভারী বর্ষনের ফলে উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার কাঁচা সড়ক কাঁদা হয়ে যানবাহন ও লোকজনের চলাচল বন্ধ হয়ে গেছে।

অনেক মৎস্য চাষীর মাছের ঘের ও পান চাষীদের পানের বরজ পানিতে তলিয়ে গেছে। অনেকের মাছের ঘের পানিতে ছুই ছুই করছে। রিকশা চালকরা রিকশা নিয়ে সড়কে বের হতে পারছে না ও কাজ করা শ্রমিকরা এই বৃষ্টির কারনে কাজ করতে না পেয়ে অধ্যহারে থাকতে হচ্ছে।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার নিচু ক্ষেতে চাষ করা শাক সবজি পানি উঠে নষ্ট হয়ে গেছে। এই ভারী বর্ষন আরো কয়েকদিন থাকলে মাছ চাষী ও পান বরজের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD