আগৈলঝাড়ায় সরকারী সার বরাদ্ধে অনিয়মের অভিযোগ বিএডিসি ডিলারদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা রবিবার, ১৫ মে, ২০২২
আগৈলঝাড়ায় সরকারী সার বরাদ্ধে অনিয়মের অভিযোগ বিএডিসি ডিলারদের প্রতিবাদ সমাবেশ

বরিশালের আগৈলঝাড়ায় বিএডিসি সার ডিলারদের জন্য বরাদ্ধকৃত সার সংশ্লিষ্ট ডিলারদের মাঝে সমহারে বন্টন না করার অভিযোগ উঠেছে। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সার বরাদ্ধে চরম বৈষম্যের প্রতিবাদে জেলার আগৈলঝাড়া উপজেলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বীজ ও সার ডিলার সমিতির নেতৃবৃন্দ আগৈলঝাড়া বাজারে এ প্রতিবাদ সভা করে। এ সময় বরিশাল বীজ ও সার ডিলার সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন হাওলাদার বলেন, বিএডিসি সার ডিলারদের বরাদ্ধকৃত সার বিএডিসি ডিলারগন পান না। বরাদ্ধকৃত সার চলে যায় বিসিআইসি ডিলারদের কাছে। বিশেষ বরাদ্ধ, জরুরী বরাদ্ধ দেখিয়ে বিএডিসি সার ডিলারদের ঠকানো হচ্ছে। সুষ্ঠু ও সমবন্টন করে বিএডিসি সার ডিলারদের সার দেয়া হয় না।’

বরিশাল বীজ ও সার ডিলার সমিতির সাধারন সম্পাদক ও আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ী মো. হান্নান মোল্লা বলেন, ‘সারাদেশে বিএডিসি ও বিসিআইসি ডিলারগন বরাদ্ধকৃত সার সমহারে পেয়ে থাকেন।শুধুমাত্র বরিশাল জেলায় বরাদ্ধকৃত সার সমহারে বন্টন না করে কিছু অসাধু ডিলার নিয়োগ করে অন্যত্র বরিশাল জেলার বাহিরে পাঠিয়ে দেয়া হয়।’ প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে সারাদেশের ন্যায় সরকারী সার সমহারে বন্টন করার জোর দাবি জানান। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন আজিজুল বেপারী, আব্দুল মন্নান হাওলাদার, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলামসহ প্রমুখ।এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, বিএডিসি সার ডিলারদের জন্য বরাদ্ধকৃত সার ডিলারদের মাঝে যাতে সমহারে বন্টন করা হয় সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD