আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় ৯ জন আহত

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক পৃথক স্থানে সড়ক দুঘর্টনায় ৯ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে সড়কে মোটরসাইকেল, নছিমন ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রত্নপুর গ্রামের সুলতান সিকদারের ছেলে কালাম সিকদার (৩৬), আগৈলঝাড়া পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের অফিস সহকারী গলাচিপা উপজেলার চরকাজল গ্রামের হাশেম গাজীর ছেলে ফোরকান হোসেন (২৮), নাঠৈ গ্রামের হালিম সরদারের ছেলে সাব্বির সরদার (১৮), শাওড়া গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে টিটু সরদার (২৭), ধামুড়া গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে নাছির সরদার (২৩), রাংতা গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার (২৬), সুজনকাঠি গ্রামের দেলোয়ার সরদারের ছেলে হিমেল সরদার (১৫), নাগার গ্রামের নিরঞ্জন হালদারের ছেলে দিপু হালদার (২৮) ও একই গ্রামের পুলিন হালদারের ছেলে অধির হালদার (৩০)সহ ৯ জন আহত হয়।

এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহেদ হোসেন জানান, বিভিন্ন স্থান থেকে সড়ক দুঘর্টনায় আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD