আগৈলঝাড়ায় হাসপাতালের ডাক্তার, সরকারী কর্মকর্তাসহ আরও তিন জনের করোনা শনাক্ত

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
বরিশালে করোনায় তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত

বরিশালের আগৈলঝাড়ায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে হাসপাতালের চিকিৎসক, সরকারী কর্মকর্তাসহ আরও তিন জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত শনাক্তর সংখ্যা দাড়ালো ১১জনে।

শুক্রবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলা থেকে ১৫ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হলে পরীক্ষার ফলাফলে তিন জনের করোনা পজেটিভ ধরা পরেছে। করোনায় আক্রান্তরা হলেন আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আল আমিন হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুন্নেসা নাজমা ও রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আরিফ হোসেন। আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ডাঃ বখতিয়ার আল মামুন আরও বলেন, আক্রান্ত বাড়ি ও অফিস লকডাউন করে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD