করোনায় আরও ৬৯ মৃত্যু, শনাক্ত ৬০২৮

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
দেশে আরও ৩৫ প্রাণহানি, শনাক্ত ৩৯০৮

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৯ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার ৮৯১ জনে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার জন।এনিয়ে দেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হলো ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন। এর আগে গতকাল সোমবার করোনায় দেশে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে।করোনা শুরু হওয়ার পর থেকে এটিই দেশে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া ওইদিন দেশে ৭ হাজার ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এসব জানা গেছে। গত একদিনে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD