কষ্ট করে অপেক্ষা করবেন না, সাংবাদিকদের ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ৪ মে, ২০২১
কষ্ট করে অপেক্ষা করবেন না, সাংবাদিকদের ডা. জাহিদ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানার জন্য গণমাধ্যমের অপেক্ষাকে ‘অনাকাঙ্ক্ষিত’ মন্তব্য করে অপেক্ষা করানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ।

মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ের শুরুতেই খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপি নেতা জাহিদ বলেন,‌ ‘সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত দুঃখিত যে আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন। আপনাদের বলতে চাই যে, আমাদের যদি কোনো প্রেস ব্রিফিং করতে হয় বা করা হয়, দলের প্রেস উইং আপনাদের সময় জানিয়ে দেবে। তাহলে আপনারা আজকে যে কষ্ট করে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, সেটা তখন কমে আসবে। আপনাদের জন্য কাজ করার সুবিধা হবে। আপনাদের আজকের এই অনাকাঙ্ক্ষিত অপেক্ষার জন্য, কষ্ট করার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।’

এরপর খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে তিনি বলেন, ‘করোনারি কেয়ার ইউনিটে তিনি ভর্তি আছেন। ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ওখানে একটা মেডিকেল বোর্ড সার্বক্ষণিক কাজ করছেন এবং সেই মেডিকেল বোর্ডের সদস্যরা যেসব পরীক্ষা গতকাল করানো হয়েছিল এবং আজকে সকালে করা হয়েছিল, সেগুলো রিভিউ করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে উনারা সে অনুযায়ী ট্রিটমেন্ট করে অ্যাডজাস্ট করেছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে।’

জাহিদ হোসেন আরো বলেন, ‘উনি গতকাল যে অবস্থায় ছিলেন এখনো ঠিক একই অবস্থায় আছেন। চিকিৎসা চলছে। আমরা দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য এবং রোগমুক্তির জন্য আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই। আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন, সেজন্য আমি আমার দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD