কোস্টগার্ডের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মনির হোসেন,মোংলা
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
কোস্টগার্ডের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান মাওয়া কর্তৃক মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে কান্দিপাড়া মাওয়া পুরান ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪ কেজি গাঁজাসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাওয়া পুরাতন ফেরি ঘাট হতে কাঠাঁল বাড়ী এলাকায় গাঁজা পাচার করা হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্টেশান মাওয়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী ট্রলারের মধ্যে লাইফ জাকেটের নিচে লুকায়িত অবস্থায় কয়েকটি বস্তা পাওয়া যায়। পরবর্তীতে উক্ত বস্তাগুলো তল্লাশী করে আনুমানিক ২৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলো মোঃ মামুন (২৪) গ্রামঃ মল্লিক কান্দি, পোষ্টঃ চর জানাজা, থানাঃ শীবচর, জেলাঃ মাদারিপুর। পরবর্তীতে আটককৃত ব্যাক্তি ও জব্দকৃত গাঁজা লৌহজং থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD