গলাচিপায় গোদরোগের উপর সামাজিক উদ্ভুদ্ধকরন সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
উদ্ভুদ্ধকরন সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পর্যায়ে গোদরোগের উপর সামাজিক উদ্ভুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল বার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার। সভায় প্রধান অতিথি বলেন, কৃমি নিয়ন্ত্রন করতে হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ডাক্তারদের সাথে পরামর্শ করে সঠিক চিকিৎসা নিতে হবে। সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে অনেক রোগ জীবানু থেকে মুক্তি পাওয়া যাবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার চিকিৎসা বান্দব সরকার তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সাধারন জনগনের জন্য। এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. শাহারিয়া, ডা. জোয়াইরা লিনজা, ডা.মেস্ বাহউদ্দিন, ডা. স্বর্না, ডা. সাথী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাত আহমেদ মাসুদ, সাংবাদিক সঞ্জীব কুমার সাহা, সাংবাদিক মোঃ হেলাল উদ্দিন সহ ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গন্য মান্য ব্যক্তি ও জনসাধারন উপস্থিত ছিলেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD