গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক মৎস্য চাষী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ বাংলা বুধবার, ৫ মে, ২০২১
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক মৎস্য চাষী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিতে বিষ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আসাদুজ্জামান শেখ (৫২) নামে এক মৎস্য চাষী নিহত হয়েছে। আজ বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাশিয়ানীর রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ সেলিম রেজা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে আসাদুজ্জামান শেখ নিজ জমিতে বিষ প্রয়োগ করেন। এসময় প্রতিবেশি মনজেল মোল্যার একটি গোরু ওই বিষ দেয়া জমির ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এ নিয়ে আসাদুজ্জামান শেখের সাথে মনজেল মোল্যার কথা কাটাকটি হয়। এর জের ধরে মনজেল মোল্যা ও তার লোকজন আসাদুজ্জামানকে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা সকালে আসাদুজ্জামান শেখ মারা যান। নিহত মৎস্য চাষী আসাদুজ্জামান শেখ রামদিয়া গ্রামের আব্দুস সত্তার শেখের ছেলে। তিনি স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ছিলেন বলেও জানা গেছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD