গ্রীন পটুয়াখালীর পক্ষ থেকে ২৫০ জন মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা শনিবার, ৮ মে, ২০২১

ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন গ্রীন পটুয়াখালীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায় বয়স্ক, দুস্থ, ভাসমান অসচ্ছল মানুষদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) সকাল ১০ টায় শহরের সিঙ্গারা পয়েন্টে ২৫০ জন মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিলো, চাল, তেল, চিনি, সেমাই, পিয়াজ, আলু। শহরের লঞ্চ ঘাট এলাকার করোনায় ক্ষতিগ্রস্ত ভাসমান ব্যবসায়ী আবুল বলেন, আমি চা বিক্রি করতাম। করোনার কারণে দোকান বন্ধ। আমি বেকার। আমার চলার মতো কিছু নেই। ঘরে কোন বাজার ছিলোো না। তিনি বলেন, আজ ঈদ বাজার পেয়েছি, এবার ঈদের দিন বাসায় ভালো রান্না করে বাচ্চাদের খাওয়ানো হবে। এসময় গ্রীণ পটুয়াখালীর প্রতিষ্ঠাতা অ্যাডমিন আরিফুর রহমান, দি পটুয়াখালী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্টর ও গ্রীণ পটুয়াখালীর কামরুজ্জামান খান সহ গ্রীণ পটুয়াখালীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গ্রীণ পটুয়াখালীর প্রতিষ্ঠাতা অ্যাডমিন আরিফুর রহমান বলেন, দির্ঘ ১২ বছর যাবৎ গ্রীণ পটুয়াখালীর দেশ-প্রবাসী সদস্যদের সহায়তায় প্রতিবারের ন্যায় এবারও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রীণ পটুয়াখালী এবার করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায় বয়স্ক, দুস্থ, ভাসমান অসচ্ছল ২৫০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী ত্রাণ বিতরণ করেছে। এরমাধ্যমে অসহায় মানুষের ঈদ আনন্দ পালন করতে পারবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD