ঝালকাঠিতে কৃষি ঋণ বিতরণ

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা বুধবার, ২৪ মার্চ, ২০২১
ঝালকাঠিতে কৃষি ঋণ বিতরণ

“শপথ নিলাম মুজিব বর্ষে, আমরা থাকবো সবার শীর্ষে”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কৃষিভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষে নলছিটিতে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে সোনালী ব্যাংক নাচনমহল হাট শাখা। বুধবার বেলা ১১ টার দিকে নাচনমহল শাখায় কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বরিশাল সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজের (ইনচার্জ) এ. কে. এম সেলিম আহমেদ উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেন। এসময় বরিশাল সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক, নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক নাচন মহলহাট শাখার ম্যানেজার মু.আসাদুজ্জামান মোল্লা। এসময় প্রধান অতিথি বলেন, কৃষকের হাতে সরাসরি ঋণ পৌঁছে দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। দেশ কৃষি নির্ভর। আর সোনালী ব্যাংক হবে শুধু কৃষকদের জন্য। আমরা সেদিকেই যাচ্ছি। গ্রাহকরা জানান, আমাদের ব্যাংকের ম্যানেজারের আন্তরিকতায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই ব্যাংক থেকে ঋণ নিয়েছি। সুদের হারও অন্য প্রতিষ্ঠানের তুলনায় কম। এ জন্য ভয়েও নাই। অন্য প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে সুদের হার বেশি দিতে হতো। ব্যাংকটির হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ৩৫০ জন কৃষককে১ কোটি ৫ লক্ষ টাকার ঋণসুবিধা দেওয়া হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD