তরুণ প্রজন্মই সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অন্যতম মাইলফলক একটি জীবন্ত ইতিহাস। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালনা ও বহিঃবিশ্বের সমর্থনের মাধ্যমে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়। বৃহষ্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ বৃহত্তর কুষ্টিয়া জেলা (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর) ছাত্র কল্যান সমিতি’র আয়োজনে “মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধ ও তরুণ প্রজন্ম” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়র উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন আজকের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু জীবনকর্ম, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে উন্নত দেশ গঠনে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মো. খোরশেদ আলম।এছাড়াও বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান, দর্শন বিভাগের প্রভাষক আবু সালেম। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আরাফাত লিজন।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা ছাত্র কল্যাণ সমিতির সভাপতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস স্বর্ণা।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD