পটুয়াখালীতে আইটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

বেকার যুবক-যুবতিদের আইটিতে দক্ষ করে গড়ে তোলতে পটুয়াখালীতে আইটি ভিশন সোসাইটির আইটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড এর পরিচালক প্রসাশন (উপ-সচিব) মোঃ সোহরাব হোসেন।

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক ড. আবদুল ওহাব মিয়ার সভাপতিত্বে পটুয়াখালী আইটি ভিশন সোসাইটর শাখা ব্যবস্থাপক ও উদ্যোক্তা আতিকুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন আইটি ভিশন সোসাইটর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু তাহের ইমরান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সাবেক) উপ-সচিব (অবঃ) পরিচালক, প্রসাশন মোহাম্মদ কেফায়াত উল্লাহ,আইটি ভিশন সোসাইটর ভাইস-চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব (অবঃ) কাজী মেরাজ হোসেন, আইটি ভিশন সোসাইটর প্রকল্প পরিচালক মাহাবুব আলম প্রমুখ।

আইটি ভিশন সোসাইটির ভ্র্যাম্যমান প্রশিক্ষণ কর্মশালার আওতায় ৬নং জৈনকাঠী ইউনিয়ন পরিষদে সেপ্টেম্বর-নভেম্বর/২১ সেশনের বেসিক কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের সনদপত্র প্রদান করা হয়।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু তাহের ইমরান বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের যুব যুবাদের আইটি বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এই আইটি প্রশিক্ষণ কেন্দ্র।

বরিশাল বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড এর পরিচালক প্রসাশন (উপ-সচিব) মোঃ সোহরাব হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। সরকারের সেই কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে এই আইটি প্রশিক্ষণ কেন্দ্রে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD