ফ্রি চিকিৎসা সেবা ও বস্ত্র বিতরণ

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন গতকাল রোববার বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল উপজেলায় সহ¯্রাধিক রোগীর ফ্রি স্বাস্থ্য সেবা এবং ৩৫০ দুস্থ পরিবারকে বস্ত্র বিতরণ করেছে।

জানা গেছে, উপজেলার ধুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল রোববার বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করে সেবা প্রদান ও মানবিক ত্রাণ বিতরণের আয়োজন করেছে। বিসিজি বেইস অগ্রযাত্রার ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ক্যাপ্টেন এম আবদুস সামাদ (এন) পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কোস্ট গার্ড নির্বাহী কর্মকর্তা কমান্ডার এম আবু সাঈদ বিএন, গোয়েন্দা ইনচার্জ মাইদুল ইসলাম পিও প্রমূখ। এ সময়ে পটুয়াখালী মেডিকেল কলেজ ও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান সোহাগ, ডা. সেলিনা রহমান, ডা. জেসমিন আক্তার, ডা. সুব্রত, ডা. নুর আহম্মেদ সাঈদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সংবাদ কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন । বিসিজি বেইস অগ্রযাত্রার ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ক্যাপ্টেন এম আবদুস সামাদ (এন) বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চরের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। করোনা ভাইরাসের প্রভাবে গরীব ও কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ৩৫০ এর অধিক পরিবারকে বস্ত্র বিতরণ করা হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD