বরিশাল বিভাগের ঈদ জামাতের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
বরিশাল বিভাগের ঈদ জামাতের সময়সূচি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশালে কেন্দ্রীয়ভাবে কোনো ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না। জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডভিত্তিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে বরিশাল সিটি করপোরেশনের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দ্বিতীয় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

সিটি করর্পোরেশন থেকে নগরীর মসজিদগুলোতে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে দুটি জামাত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে চরমোনাই দরবার শরিফ মাঠে বিভাগের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

পটুয়াখালী, পটুয়াখালীতে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পটুয়াখালী বড় জামল মসজিদে সকাল ৭টায় প্রথম জামাত ও সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। পুরাতন জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, মদিনা জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে, শহরের একোয়ারেস্টেট জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে, একই স্থানে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরিফ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায়।

ঝালকাঠি, ঝালকাঠিতে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঝালকাঠীর এনএস কামিল মাদরাসা মাঠে সকাল ৮টায়, রাজাপুর উপজেলায় রাজাপুর মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায়, কাঁঠালিয়া চিংড়াখালি আলিম মাদরাসা মসজিদে সকাল ৮টায়, নলছিটি মার্চেন্ট হাইস্কুল মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

পিরোজপুর, জেলার প্রধান এবং প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সোয়া ৮টায় বড় মসজিদে অনুষ্ঠিত হবে। মঠবাড়িয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে এবং উপজেলা পরিষদ মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ভান্ডারিয়া উপজেলায় সকাল ৭টায় প্রথম জামাত কাজীর জামে মসজিদে এবং দ্বিতীয় জামাত তাফসির মাঠে সাড়ে ৭টায় অনুষ্ঠিত। কাউখালী উপজেলায় প্রথম জামাত উপজেলা পরিষদ মসজিদে সকাল সাড়ে ৭টায়, নেছারাবাদ ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় এবং ইন্দুরকানী উপজেলায় সকাল ৮টায় এলাকাভিত্তিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে।

ভোলা, ভোলার প্রতিটি উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। জেলার প্রতিটা মসজিদে কেন্দ্রীয় ইসলামিক ফাউন্ডেশনের দিকনির্দেশনা পাঠানো হয়েছে। মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ এলাকায় ঈদের নামজ অনুষ্ঠিত হবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD