বাঁচার অধিকার: হেলেন রহমান আঁখি

হেলেন রহমান আঁখি
দক্ষিণ বাংলা শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
বাঁচার অধিকার

বাঁচার অধিকার
হেলেন রহমান আঁখি

**আমরা শিক্ষকগণ
কিছু বলার খুঁজছি পথ,
বেতন যা মেলে মাসশেষে
চলতে চায় না তাতে
প্রতিদিনের পথচলায়
জীবনের চাকা সাবলীলতায়
বলছি লজ্জাকে কেটে পাশ।
সন্তানকে ভালো মানুষ করতে
লাগে টাকা,পরিবার
পরিজনের জন্য ভালো বা
উপযুক্ত ব্যবস্থা নিতেও
লাগে অর্থনৈতিক সচ্ছলতা।
পারি না আমরা প্রয়োজনে
আত্মীয় – স্বজনের জন্য
তেমন সহায়ক হতে,
না পারি সাধ্যের বাইরে
যেয়ে কোন ইচ্ছে পূরণ করতে।
নিজেদের যেখানে নুন আনতে
পানতা ফুরায় সেখানে
অন্যের মুক্তির কথা
ভেবে ওঠা বাহুল্য।
এ অবস্থায় আমাদের
জন্য
হোক কিছু নীতিমালা
নির্ধারণ শেষ পর্যন্ত।
থাকার স্থানের নিরাপত্তা,
রেশন ব্যাবস্থা,চিকিৎসার সুব্যবস্থা
আর সন্তানদের
নির্বিঘ্নে বড় হবার
ক্ষেত্রে সুদৃষ্টি করছি আকর্ষণ।
শুধু শিক্ষার আলো বিলিয়ে
চাই না পেতে শুধু সম্মান
সাম্মানের সাথে পেতে চাই
অর্থনৈতিক মুক্তিরও সন্ধান।
তালেব মাস্টার হব না’ ক
আমাদের ও আছে
জীবন যাপন লয়ে অভিলাষ।
ভালো খাওয়া,ভালো থাকা
চলাফেরাসহ- সব জায়গাতে চাই
উৎফুল্লতার আদরের দাম।
বাঁচার অধিকারে আজ
আমরা হয়েছি সোচ্চার।
আমরাও চাই আলোর
অনুরুপ বাঁচতে
যেমন প্রফুল্লতায় ধেয়ে চলে
রঙ- বেরঙের প্রজাপতি
ফুলে ফুলে
আনতে ফসলের সম্ভার।
আমাদের দাবী হলে পূরণ
আরো হবে উন্নয়ন
দেশ ও জনগণের
হবে সমৃদ্ধ জাতি আরো
বলছি করে দৃঢ় উচ্চারণ।
আমরা চাই মুক্তি
দারিদ্র্যতর সীমারেখা হতে!
দাও সে কথা পাব মুক্তির
প্রত্যাশিত সে দেখা!
থাকবে না দারিদ্র্য,
রবে না হতাশা!

সময়ঃ রাত ১১ঃ২৩ মিনিট
২৭.০৩.২০২২


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD