বাউফলে আড়াই কোটি টাকার সড়কে ধস

দক্ষিণ বাংলা
দক্ষিণ বাংলা শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় তোফখানা রোডের বি এম এ ভবন মিলনায়তন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্ব ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি,প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ,সভাপতি মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন(এসপি মাহবুব) বীর বিক্রম।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার,সদ্য সাবেক মহাসচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। বীর মুক্তিযোদ্ধা লায়ন এ.বি.এম সুলতান আহমেদ,সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।বীর মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক, সদ্য সাবেক প্রচার সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, সদস্য সচিব সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমির হোসেন মোল্লা, সদ্য সাবেক-ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ও সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সঞ্চলনায় ছিলেন জামিল আহমেদ রাজু ভারপ্রাপ্ত সদস্য সচিব ও আবু ইউসুফ মিরাজী যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হামিদা ইসলাম, মোকছেদুল আলম বাবুল,ঢাকাকলেজ বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ আক্তার হোসেন মোল্লা, চট্রগ্রাম বিভাগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক মোঃসুলতান আহমেদ,সিলেট বিভাগের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ, ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব মোঃ হারুন-অর-রশিদ,ঢাকা বিভাগের মোঃ ইসতিয়াক উদ্দিন আহমেদ,সিলেট বিভাগের মোঃ আবুল হোসেন প্রমুখ। বরিশাল জেলার আহ্বায়ক সাংবাদিক শফিকুল ইসলাম শাহিন, বরগুনার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাচ্চু,শেরপুরের আহ্বায়ক ফজলে লোহানী রিপন, বরগুনা জেলার সদস্য সচিব আজমল হুদা মিঠু প্রমুখ।

ত্রি-বার্ষিক সম্মেলনে মিজানুর রহমান মিজান সভাপতি, হাজী মোঃ ইয়াসিন আকন্দ সাধারণ সম্পাদক ও মোঃ কামুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক সদস্য জামিল আহমেদ রাজু, হামিদা ইসলাম,মোকছেদুল আলম বাবুল মোঃ আবু ইউমুফ মিয়াজী সহ ১৫ সদস্যদের নাম ঘোষনা করা হয়। উক্ত ১৫ জনকে আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজান খান এমপি,উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন(এসপি মাহবুব)বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার,বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা লায়ন এ.বি.এম সুলতান আহমেদ,বীর মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক।সভাপতি মিজানুর রহমান মিজান বলেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে থেকে আন্দোলন-সংগ্রাম করে অধিকার আদায় করার লক্ষে জীবন দিয়ে হলেও পাশে থাকবো ইনশাআল্লাহ।মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করা হবে।বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল,সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD