বাউফলে অসহায় ও দুস্থ শিশুদের মাঝে ত্রাণ বিতরণ

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

পটুয়াখালীর বাউফলে ২০০ অসহায় দুস্থ্য শিশুদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিদ্যানন্দ যাকাত ফাউন্ডেশনের সহোযোগিতায় পটুয়াখালীর কোস্টগার্ড বেইস অগ্রযাত্রার ব্যাবস্থাপনায় নিজবটকাজল গ্রামের নয়াহাট এলাকায় ওই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। কোস্টগার্ডের পিও তারিকুল ইসলাম জানান, বাংলাদেশ কোস্ট কমোডর (সি)পিএসসি বিএন এম এনামুল হক, নির্বাহি কর্মকর্তা কমান্ডার (সি)বিএন এম আবু সাঈদ ও সার্জন লে. কমান্ডার বিএন এম ফাইজুর রহমান মিরাজের প্রচেস্টায় স্থানীয় নয়াহাট জামিয়াতুস সুন্নাহ হাফেজিয়া কওমিয়া মাদাসা ও এতিমখানা, নতুন ভাংড়া ফোরকানিয়া হাফেজিয়া কওমিয়া ও নুরানী মাদ্রাসা ও বেতাগী খলিফাবাড়ি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিয়ের এতিম অসহায় দুস্থ শিশুদের মাঝে কোস্টগার্ডের একটি টিম চাল, ডাল, আটা, লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রির প্যাকেট বিতরণ করে। এ সময় প্রভাষক মো. অনোয়ার হোসেন, সাংবাদিক মো. ইউসুফ সেন্টু, মো. সিরাজ খান প্রমূখ উপস্থিত ছিলেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD