বাউফলে জেলেদের মাঝে গরু বিতরণ

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ৪ মে, ২০২১

পটুয়াখালীর বাউফল উপজেলার ইলিশ শিকারী জেলেদের মাঝে গাভী গরু (বকনা বাছুর) বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরন অনুষ্ঠানের উদ্ধোধন করেন।এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিছুর রহমান, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম।

উপজেলা মৎস অফিস সুত্রে জানা গেছে, ইলিশ শিকার অবরোধকালীন সময়ে জেলেরা নদীতে মাছ শিকার না করে এর জন্য তাদের বিকল্প কর্মসংস্থানের উদ্দোগ নেয় সরকার। বাউফল উপজেলায় চলতি অর্থ বছরে বিশজন জেলেকে গাভী গরু বিতরন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ(মঙ্গলবার) দশজন জেলেকে গাভী গরু বিরন করা হয়েছে। আগামী মঙ্গলবার আরো দশজন জেলেকে একটি করে গাভী গরু বিতরন করা হবে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম বলেন , ২০২০-২১ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্পের আওতায় সুফলভোগীদের কর্মসংস্থানের সৃষ্টিতে এসব গাভী বিতরন করা হয়েছে। এছাড়া জেলেদের কর্মসংস্থানের লক্ষে আরও বিভিন্ন উপকরন বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD